Friday, March 14, 2025

জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম

আরও পড়ুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। তাঁরা (জামায়াত) স্বাধীনতা যুদ্ধে এদেশে মা বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী তাঁরা( জামায়াত) তাদের অন্যায়ের জন্য ক্ষমা চায়নি। এখন তাঁরা( জামায়াতে ইসলামী) নিজেদের দেশপ্রেমিক দাবি করে। ছাত্রশিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে লালিত – পালিত হয়েছে। ছাত্রলীগের হত্যা, গুম- খুনের সাথে ছাত্রশিবির জড়িত ছিল। জামায়াতের আমির ছাত্রলীগের কর্মী ছিলেন, এটা তাঁর নিজের বয়ান।

আরও পড়ুনঃ  বান্ধবীকে কোলে তুলে বাইক চালিয়ে ভিডিও

শনিবার( ১৮ জানুয়ারি) দিবাগত রাত দশটায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ওলামা দল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম বলেন, হাসিনার পতনের জন্য আল্লাহর ফেরেস্তা নেমে এসেছিল। হাসিনা বলেছিল, সে পালায় না। হাসিনা পালিয়ে গেছে এটা আল্লাহর রহমত।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ