বর্তমানে দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় বিএনপির সাথে জামায়াতের সম্পর্ক কেমন? বিএনপির ছায়াতলে থেকে যারা রাজনীতি করতে শিখলো তাদেরকেই এখন খেয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে জামায়াত, সম্প্রতি এমন মন্তব্যই করেছেন বিএনপি নেতা ফজলুর রহমান।
বিএনপির এই নেতা জামায়াতের আমিরের প্রসঙ্গ টেনে এনে বলেন, জামায়াতের বর্তমান আমির মান্নাদের সাথে জাসদ ছাত্রলীগ করতো। জামায়াতকে যে বিএনপি আশ্রয় দিয়েছিলো তাদেরকেই এখন খেতে চায় ওরা। দীর্ঘ ১৮-২০ বৎসর যাবৎ বিএনপির ছায়াতলে যারা রাজনীতি করলো তারা কিভাবে ‘নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ’ এই স্লোগান দেয়? এমন প্রশ্নও রাখেন তিনি। তিনি অভিযোগ করেন, ৫০ হাজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এসব ভুয়া স্লোগান ছাড়িয়ে দিচ্ছে জামায়াত-ছাত্রশিবির। ফজলুর রহমান জামায়াতের লুটপাটের রাজনীতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, জামায়াত-শিবির ব্যাংক ও হাসপাতাল দখল করেছে এমনকি বিশ্ববিদ্যালয়ও তারা দখলে নিয়েছে।

বর্তমানে প্রশাসনও জামায়াতের কথা ছাড়া চলেনা বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। প্রশাসনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পদেই বসেছেন জামায়াতের লোকজন। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ইসলামি রাষ্ট্র চান আমরাও তাই চাই কিন্তু আপনারা মুক্তিযুদ্ধকে শিকার করেন। আর হট্টগোল না করে সুষ্ঠু নির্বচনের মাধ্যমে সরকার গঠনেরও আহ্বান জানান তিনি। স্বৈরাচার হাসিনা কেঁড়ে নিয়েছিলো এদেশের মানুষের ভোটের অধিকার। একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশের নির্বচনের মাধ্যমের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এমন প্রত্যাশা দেশের সচেতন মহলের।
স্বৈরাচারের দোসররা হাসিনা পালানোর পর থেকে বরাবরই সুযোগের সন্ধানে ছিলো। তারা সুযোগ পেলেই করেছে জালাও পোঁড়াও আর ভাঙচুরের রাজনীতি। বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যের পর নতুন করে সুযোগের সন্ধান করলে বা জালাও পোঁড়াও ভাঙচুর চালালে তারা আওয়ামী লীগের দোসর। এমনটিই মনে করেন সাধারণ মানুষ।