Saturday, March 15, 2025

মৃত্যুর গুজবের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির হলেন আইনজীবী জেড আই খান পান্না

আরও পড়ুন

কয়েকমাসের ব‍্যবধানে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোর থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। তবে চলমান সে গুজবের ভিড়ে তিনি হাজির হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের পক্ষে শুনানিতে অংশ নিতে আসেন আইনজীবী জেড আই খান পান্না।

পরে আইনজীবী পান্না বাংলা ট্রিবিউনকে বলেন, এর আগেও আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্যবার মেরে ফেলা হয়েছে। কয়েকমাস আগেও এমন খবর রটিয়েছিল। আমি সুস্থ আছি, ভালো আছি, কাজ করে যাচ্ছি।

আরও পড়ুনঃ  বিয়ে বাড়িতে মরিচের গুঁড়া ছিটিয়ে কনেকে অপহরণ! ভিডিও ভাইরাল

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন সময়ে এ সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়ে আলোচনা-সমালোচনায় জড়িয়ে পড়েন।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে এ মামলা থেকে তাকে বাদ দিতে বাদী খিলগাঁও থানায় আবেদন করেছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ