নিষিদ্ধ ঘোষিত সংগঠন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহসভাপতি মো. সাজ্জাদ হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-২।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী ও আন্দোলনে নিহত আকতার হোসেন হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদকে রাজধানীর কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলন দমাতে দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় তাদের নির্মমভাবে হামলা করেন সাজ্জাদ। তার বেশকিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।