Friday, March 14, 2025

জামায়াতকে কোন ইসলামী দল বলে মনে করি না: আমীরে হেফাজত

আরও পড়ুন

আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগারী বলেছেন, যারা দেশে ইসলামী বিধান প্রতিষ্ঠার কাজ করছেন হেফাজতে ইসলাম তাদের সাথে আছে। আগামীতেও থাকবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীকে তিনি ইসলামী দল বলে মনে করেন না। জামায়াতের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে বলেও তিনি মনে করেন না।

আমীরে হেফাজত আল্লামা মুহিব্বল্লাহ বাবুনগরী আজ শুক্রবার কক্সবাজার প্রেস ক্লাব পরিদর্শনকালে একথা বলেন।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদের সময় হেফাজতে ইসলামসহ দেশের আলেম ওলামাদের উপর অকত্য নির্যাতন হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ৮৬ জন আলেম ওলামা শহীদ হয়েছেন। জুলাই অভ্যূত্থানের ঘোষণাপত্রে আলেম ওলামাদের অবদানের স্বীকৃতি থাকতে হবে।

আরও পড়ুনঃ  কঠিন দুঃসময়ের কবলে দেশ: মির্জা ফখরুল

বিকেল ৪টায় আমীরে হেফাজত কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এর পর পর তিনি কক্সবাজার প্রেস ক্লাব পরিদর্শণে আসেন।

প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারহ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক শামসুল হক শারেক সহ প্রেস ক্লাব কর্মকর্তারা ও সাংবাদিকরা আমীরে হেফাজকে স্বাগত জানান।

এসময় আমীরে হেফাজতের সাথে ছিলেন কক্সবাজার হেফাজত নেতা মাওলানা ইয়াসিন হাবিব, মাওলানা মুহসেন শরূফ ও মাওলানা আবুল মন্জুরসহ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ