Sunday, March 9, 2025

‘ভারতীয় সেনাদের মারধর করছে চীনের সেনারা’, মন্তব্য করায় রাহুল গান্ধীকে তলব

আরও পড়ুন

রাহুল গান্ধীকে তলব করেছে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের এমপি এমএলএ আদালত।

ভারতীয় সেনাবাহিনীকে হেয় করে মন্তব্য করার অভিযোগে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে তলব করেছে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের এমপি এমএলএ আদালত। ইতোমধ্যে তাকে তলবের নোটিশও পাঠানো হয়েছে।

লক্ষ্ণৌয়ের এই আদালতটি মূলত বিশেষায়িত যেখানে শুধু এমপি ও বিধায়কদের মামলার বিচার হয়। ভারতীয় সেনাবাহিনীর অধীন সড়ক নির্মাণ সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশনের (ব্রো) সাবেক পরিচালক শঙ্কর শ্রীবাস্তবের দায়ের করা একটি মামলার ভিত্তিতে রাহুল গান্ধীকে তলব করা হয়েছে। নোটিশ অনুযায়ী, আগামী মার্চের শেষ সপ্তাহে তাকে আদালতে হাজির হতে হবে।

আরও পড়ুনঃ  'ফের ইরানের ওপর হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না'

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ কর্মসূচির সময় এক জনসভায় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, ‘অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের মারধর করছে চীনের সেনারা।’ খবর এনডিটিভির।

এ ধরনের বক্তব্য ‘একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধির জন্য অপ্রত্যাশিত এবং এটি ভারতীয় সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ন করেছে’, অভিযোগপত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে।

তবে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এক নেতা এনডিটিভিকে জানিয়েছেন যে, রাহুল গান্ধী মূলত কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ্য করেই ওই মন্তব্য করেছিলেন। তার বক্তব্য সেনাবাহিনীর প্রতি কোনো অবমাননা ছিল না।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নাকচ করলো ইরান

দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধী সবসময়ই বিজেপির কড়া সমালোচক। পাল্টা হিসেবে বিজেপিও তাকে আক্রমণ করতে ছাড়েনি। বিজেপির অনেক নেতাই রাহুল গান্ধীকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন। এমনকি, তারা অভিযোগ করেছেন যে, নিজের বাবার নামে প্রতিষ্ঠিত রাজীব গান্ধী ফাউন্ডেশনের জন্য রাহুল ও তার পরিবারের সদস্যরা নিয়মিত চীনের কাছ থেকে তহবিল সংগ্রহ করেন। তবে বিজেপির এমন আক্রমণাত্মক মন্তব্য সত্ত্বেও রাহুল গান্ধী তাদের বিরুদ্ধে সমালোচনা চালিয়ে যাচ্ছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ