Friday, March 14, 2025

আয়নাঘরের ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

আরও পড়ুন

জনপ্রিয় ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানি আয়নাঘর থেকে উদ্ধারকৃত ইলেকট্রিক চেয়ারের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেছেন। বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে তিনি এ দাবি করেন।

রফিকুল ইসলাম মাদানি জানান, তাকেও সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল। তিনি বলেন, “কসম করেও বললে কাফফারা দিতে হবে না, এই চেয়ারের কারণে কাশিমপুর-২ কারাগারে জাহাঙ্গীর ভাই নামে একজনকে দেখেছি, যিনি স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছেন।”

আরও পড়ুনঃ  সবই আছে, শুধু ভোটার নেই

তিনি আরও বলেন, তার পাশের রুমে থাকা খোকন ভাই নামের একজনও মানসিক ভারসাম্য হারিয়ে অল্প বয়সে মারা যান।

রফিকুল ইসলাম মাদানি বন্দি অবস্থার কষ্টের বর্ণনা দিতে গিয়ে বলেন, “২ ফিট বাই ৪ ফিট জায়গার মধ্যে থাকতে হতো, যেখানে একই জায়গায় টয়লেটও ছিল। নড়াচড়া করার সুযোগ ছিল না, এমনকি নামাজ পড়তে গেলে হাত দেয়ালে লেগে যেত।”

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ