Tuesday, March 11, 2025

‘দেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা একটা ভণ্ড মহিলা’

আরও পড়ুন

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, ‘দেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা একটা ভণ্ড মহিলা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদ নামাজ একটি গোপন ইবাদত, এটা গল্প করে বেড়ানোর মতো কোনো বিষয় না।

আরও পড়ুনঃ  অভিন্ন উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছে ইসলামী ও সমমনা দলগুলো

তিনি টেলিভিশনে গল্প করে বলতেন তাহাজ্জুদ নামাজ না পড়ে ঘুমান না।’
তিনি বলেন, ‘সকাল বেলা মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবে সেই ভোটে শেখ হাসিনা জিততে পারবে। সেই সৎ সাহস তার ছিল না। তাই শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে পুলিশ ও র‌্যাব দিয়ে ভোট কাটতে যেতেন।

৫ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আপনারা দেখেছেন। এক শাড়িতে তাকে পালাতে হয়েছে। যাবার সময় সেন্ডেলও পড়তে পারেন নাই। এখন তার স্থান হয়েছে বাপ-দাদার বাড়ি ভারতে।
আর ১০ মিনিট দেরি হলে দেশের জনতা আপনার উচিৎ শিক্ষা দিতেন।’

আরও পড়ুনঃ  আমার বাবার হত্যাকারীদের ক্ষমা করা হবে না : মাসুদ সাঈদী

সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘ দিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। দ্রুত মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেন। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। নাইলে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান লেন্টু প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ