Saturday, March 15, 2025

ভ্যালেন্টাইনস ডে আমাদের সংস্কৃতি নয়: ছাত্রশিবির

আরও পড়ুন

ভ্যালেন্টাইনস ডে নিয়ে বার্তা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সামাজিকযোগাযোগ মাধ্যমে ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তা দেওয়া হয়। এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামও তার নিজ আইডিতেও ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে একটি বার্তা দেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজে হ্যাশ ট্যাগ ব্যাবহার করে একটি ফটোকার্ড শেয়ার করা হয়। পোস্টে লেখা হয়, ‘#NotOurCulture’; ‘#Valentine’s NotOurCulture’। এ ছাড়া আরো লেখা হয়, সম্মানিত অভিভাবকবৃন্দ,

আরও পড়ুনঃ  ‘শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল’

আপনার ছেলে-মেয়েদের সাথে সময় ব্যয় করুন। সন্তানকে একা ছেড়ে দেবেন না।

এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার নিজ আইডিতে আজ সকালে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে একটি স্ট্যাটাস দেন তিনি। ফেসবুক পোস্টে লেখা হয়, ‘ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়।’ তার এ পোস্ট নিয়ে নানা মন্তব্য করছেন শুভাকাঙ্খী ও নেটিজনরা।

জাহিদুল ইসলামের স্ট্যাটাসের কমেন্টে এম সাখাওয়াত ইসলাম নামে একজন লিখেছেন, ‘আমাদের সংস্কৃতিতে ভালোবাসা প্রকাশের জন্য ভ্যালেন্টাইনের দরকার নেই, আমাদের আছে মা-বাবার দোয়া, ভাই-বোনের স্নেহ, বন্ধুত্বের বন্ধন, আর চিরন্তন পারিবারিক মূল্যবোধ।;

আরও পড়ুনঃ  ১৭ বছর পর আজ গ্রামের বাড়িতে আসছেন বাবর, এলাকায় সাজ সাজ রব

এছাড়াও ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টের কমেন্টে নানা মন্তব্য করছেন শুভাকাঙ্খী ও নেটিজনরা। কেউ কেউ লিখছেন ‘সময় উপযোগী পোস্ট’। আবার অনেকে হ্যাশ ট্যাগ ব্যবহার করে লিখছেন ‘#NotOurCulture’।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ