Friday, March 14, 2025

‘শিবির ট্যাগ’ দিয়ে শিক্ষার্থীকে ছাত্রদল নেতার মারধর

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের লিফটে সিগারেট পানে বাধা দেওয়ায় শিক্ষার্থীকে ‘শিবির ট্যাগ’ দিয়ে মারধর ও হুমকি দিয়েছেন ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ হলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পারভেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় তার শাস্তি এবং নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নাইমুর রহমান হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। নাইমুর ৪৮ ব্যাচের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ গোপালগঞ্জে আ.লীগের

অভিযোগপত্র ও ভুক্তভোগী থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পারভেজ সিগারেট নিয়ে লিফটে প্রবেশ করেন। এ সময় নাইমুর দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে সিগারেট পান করতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজ ক্ষিপ্ত হয়ে নাইমুরকে মারধর করেন।

নাইমুর যুগান্তরকে বলেন, আমি তাকে বলি, লিফটে সিগারেট পান নিষেধ, এটা বিপজ্জনক। তখন সে উত্তেজিত হয়ে ওঠে। তিনি বলেন, সে আমার জুনিয়র এটা জানার পর সে আরও ক্ষিপ্র হয়ে আমাকে তুইতোকারি শুরু করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে বারবার ‘শিবির ট্যাগ’ দেয় এবং গায়ে হাত তোলে। আশপাশের লোকজন তখন আমাদের আলাদা করে দেয়। সে চলে যাওয়ার সময় আমাকে হলে ফেলে ইচ্ছামতো মারবে বলে হুমকি দিয়ে যায়। এ ঘটনায় অনিরাপদবোধ করছি। আমি এর বিচার চাই।

আরও পড়ুনঃ  সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: ইসলামী আন্দোলন

অভিযোগের বিষয়ে জানতে পারভেজের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. লুৎফুল এলাহী যুগান্তরকে জানান, অফিস বন্ধ থাকায় তিনি অভিযোগপত্র হাতে পাননি। তবে তিনি বলেন, আমাকে ফোন দিয়েছিল ওই শিক্ষার্থী। লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি করব। কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ