নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়ে বরগুনার পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি দলীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, ৯ মাসে স্বাধীনতা অর্জন সম্ভব হলে ৯ মাসে কেন নির্বাচন দেওয়া যাবে না। সরকারের ভেতরে থেকে নির্বাচন করবে কেন?
রবিবার (১৬ ফেব্রুয়ারি) পাথরঘাটা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

নুরুল ইসলাম মনি আরো বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকেদের চতুর্থ স্তম্ভ না বলে বর্তমান সংসদবিহীন অবস্থায় একে প্রথম স্তম্ভ বলা উচিত। সাংবাদিকরা নানা অনিয়ম তুলে ধরে আমাদের ক্ষতবিক্ষত সমাজকে রক্ষা করছেন।
তি আমিন সোহেলের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি পাথরঘাটা উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, পাথরঘাটা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম প্রমুখ।