জামালপুরের মাদারগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে ৮ দিন পর জহরুল ইসলাম খান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রাতে তাঁর মরদেহ বাড়ি নিয়ে আসা হয়।

নিহত জহরুল ইসলাম খান পৌর শহরের চাঁদপুর এলাকার মৃত কাজিমুদ্দিন খানের ছেলে।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, ‘গত ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে আগুন পোহানোর সময় তার পরনের কাপড়ে আগুন লেগে তিনি অগ্নিদগ্ধ হন। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহতের ছেলে রকিবুল ইসলাম খান বলেন, ‘শীতে আগুনের তাপ নিতে কাঠে আগুন ধরিয়ে তাপ নিচ্ছিল।
এসময় পড়নের লুঙ্গিতে আগুন ধরে যায়। শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, বিষয়টি তাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।