Saturday, March 15, 2025

বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

আরও পড়ুন

নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সমন্বয়ক আবু বাকের মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮মিনিটে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় সংগঠনটি। এ ছাড়া সংবাদ সম্মেলনটি কাভার করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার মিডিয়াগুলোতে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

পোস্টে লেখা হয়, ‘জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করছি।’

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  ‘আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই’

সর্বশেষ সংবাদ