Saturday, March 15, 2025

ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটার ৪৫৯, ভোট পড়ল ৪৮৫!

আরও পড়ুন

ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি হওয়ায় ফলাফল স্থগিত করা হয়েছে। গাইবান্ধা জেলার সদর উপজেলার ৯ নম্বর খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে এ ঘটনা ঘটে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন, কিন্তু গণনায় পাওয়া গেছে ৪৮৫টি ভোট। এই অসঙ্গতির কারণে ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল আরজু। তিনি কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল আউয়াল আরজু বলেন, ‌‘ভোট গণনা শেষে ব্যালট বাক্সে ভোটারের চেয়ে ব্যালট বেশি পাওয়া যায়। এমন অসংগতি থাকায় ফল স্থগিত করা হয়।

আরও পড়ুনঃ  দারোগা আম্মুর চুল ফ্যানের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেয়

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার খোলাহাটি ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মো. মোস্তফা কামাল। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনার সময় পাওয়া যায় ৪৮৫ ভোট, যা ভোটারের চেয়ে ২৬টি বেশি। পরে ভোটের এমন অসংগতি দেখা দেওয়ায় কাউন্সিলের ফল স্থগিত করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ