Saturday, March 15, 2025

সিলেট জামাত নেতার বক্তব্যের প্রতিবাদ করলো শিবিরের কেন্দ্রীয় সভাপতি

আরও পড়ুন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। রোববার রাতে নগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুঃখ প্রকাশ করে বক্তব্য দেন তিনি।

তবে রোববার রাতেই তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি। এতে সংগঠনটি জামায়াতের আমিরের বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত বুধবার রাত ১২টার দিকে এমসি কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থী মিজানুর রহমান মারধরের শিকার হন। তিনি সিলেটের আঞ্চলিক ইসলামী সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সহতথ্যপ্রযুক্তি-বিষয়ক সম্পাদক। মিজানুর রহমানের অভিযোগ, তাকে এমসি কলেজ ছাত্রশিবিরের নেতা-কর্মীরা রড দিয়ে মারধর করেছেন।

আরও পড়ুনঃ  আপনার ঘুস খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, প্রকৌশলীকে বীর মুক্তিযোদ্ধা

রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে ফখরুল ইসলাম বলেন, ‘গত বুধবার রাতে এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদকে মারধরের সঙ্গে শিবিরের কিছু সংখ্যক কর্মী জড়িত ছিল। সেজন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে খেয়াল রাখতে হবে।’ এসময় তিনি আহত রিয়াদের চিকিৎসার ব্যবস্থারও কথা জানান এবং জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের সুস্থতা কামনা করেন।

এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ এবং নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রকিব, আঞ্জুমানে আল ইসলাহের সিনিয়র নেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, সংগঠনের ছাত্রবিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হুদা খান উপস্থিত ছিলেন। বৈঠকের আগে উভয় দলের নেতৃবৃন্দ চিকিৎসাধীন আহত রিয়াদকে দেখতে যান।

আরও পড়ুনঃ  আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা না করে নিজেদের নিয়ে ভাবুন: তনি

বৈঠক বিষয়ে রেদওয়ান আহমদ চৌধুরী সমকালকে রাতে বলেন, উভয় সংগঠনের সিনিয়র নেতাদের সমঝোতা বৈঠকে বিষয়টি শান্তিপূর্ণ সমাধান হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে মহানগর জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের প্রতিবাদ জানান শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ ও মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু।

বিবৃতি দিয়ে তারা বলেন, ‘সিলেটের এমসি কলেজে গত ১৯ ফেব্রুয়ারি রাতে শিক্ষার্থীদের পারস্পরিক বিরোধে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় রাজনৈতিক মহল ফায়দা হাসিল করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে আসছে। রোববার মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের একটি বক্তব্য আমাদের নজরে আসে। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্রশিবিরের ওপর দায় দিয়ে দেওয়ার অপচেষ্টা ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে। মহানগর জামায়াতের আমিরও এই অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়েছেন বলে আমরা মনে করছি। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুনঃ  আতঙ্কে সেই পুলিশ কর্তারা

ছাত্রশিবিরের বিবৃতির সত্যতা নিশ্চিত করেন মহানগর মহানগরের প্রচার ও মিডিয়ার দায়িত্বশীল নাঈম আহমদ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ