Saturday, March 15, 2025

যাচ্ছিলেন মৃত শ্বাশুড়িকে দেখতে, পথে ৬ মাসের সন্তানসহ মায়ের মৃত্যু

আরও পড়ুন

শ্বাশুড়ি মারা যাওয়ার খবরে কক্সবাজার থেকে তাকে দেখতে যাচ্ছিলেন পূত্রবধূ আইরিন নিগার (৩৫)। আর কোলে ছিল মাত্র ৬ মাস বয়সী শিশুপুত্র আরহাম। পথিমধ্যে তাদের বহনকারী যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমূখী পাথরবোঝাই একটি ট্রাকের।

আর সঙ্গে থাকা শিশুসন্তান চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে প্রাণ হারায়। এ সময় আহত হয়েছেন বাসটির আরো অন্তত ১৫ জন যাত্রী। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  গাজী টায়ারসে লুটপাট-অগ্নিসংযোগ কী ঘটেছিল সেদিন?

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাত তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং গয়াল মারা স্টেশনের কাছে এ সড়ক দুর্ঘটনা হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত আইরিন নিগার ও শিশু আরহাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিল খাঁর হাট এলাকার নোমান রশিদের স্ত্রী-পুত্র।

এ ব্যাপারে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান, ‘পাথরবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত নারী আইরিন নিগার কক্সবাজারে ‘প্রত্যাশী’ নামক এনজিওতে চাকরি করতেন। রবিবার তাঁর শ্বাশুড়ি মারা যাওয়ার খবর পেয়ে তাকে দেখতে যাচ্ছিলেন ছেলেকে নিয়ে। পথিমধ্যে দুর্ঘটনায় তারা মারা যান।

আরও পড়ুনঃ  জালিমের প্রতি দয়া দেখানো শহীদদের রক্তের সঙ্গে বেইমানি : মাসুদ সাঈদী

ওসি-চিরিঙ্গা হাইওয়ে আরো জানান, ‘দুর্ঘটনার পর পরই হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ ক্রেন দিয়ে গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর ও মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ