সম্প্রতি দেশে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এমতাবস্থায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এ প্রসঙ্গে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি-জামায়াতের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পিনাকী বলেন, ‘বিএনপি-জামায়াতের তো উচিত পাড়ায় পাড়ায় দলীয় কর্মী দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবী নামানো।
এদিকে এদিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখেনি, এ বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো।’
এদিকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘রাজধানী ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আজ সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড প্যাট্রলিং চলবে।’
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রেসসচিব শফিকুল আলম বলেন, রাজধানী ঢাকাসহ দেশের যেসব জায়গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হবে, বাড়বে চেকপোস্টও।