Saturday, March 15, 2025

৬ আগস্ট পালান আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি, বিক্ষোভে উত্তাল বুয়েট

আরও পড়ুন

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পালানোর খবরে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল সোমবার রাতে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।

রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন। মিছিলটি পলাশী মোড় ও ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা। তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনো ভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না।

আরও পড়ুনঃ  সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ জনকে অপহরণ

সংবাদ সম্মেলনে তারা বলেন, এই দৃষ্টান্ত আবরার ফাহাদের সঙ্গে প্রতারণা ও বেঈমানি। বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত। সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়নে সহযোগিতাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজও অংশ নেন বিক্ষোভ মিছিলে। এ ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। আবরার ফাইয়াজ বলেন, ৬ মাস পরে যে আমরা জানতে পারছি, এটা তো রাষ্ট্রের দায়। এই মুহূর্তে একজন পালিয়ে গেছে, এটা তো আসলে লজ্জাজনক। এটা রাষ্ট্রের জন্যই লজ্জাজনক।

আরও পড়ুনঃ  এমপির মরদেহ টুকরো করে রাখা হয় ফ্রিজে, ফেলা হয় ট্রলিব্যাগে করে

জেমির কারাগার থেকে পালানোর খবরে মধ্যরাতে উত্তাল হয়ে উঠে বুয়েট ক্যাম্পাস। ছবি: ভিডিও থেকে নেওয়া
এর আগে সোমবার রাতে কারা কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৬ আগস্ট পালিয়ে যান ফাঁসির আসামি মুনতাসির আল জেমি।

২০১৯ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলেন গত বছর নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ