সম্প্রতি এক বিবৃতিতে শিবির সভাপতি ছাত্রদলের মধ্যে ছাত্রলীগের পূর্বে শোনা কিছু স্লোগান ব্যবহারের উপর উদ্বেগ প্রকাশ করেছেন। “একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর” মতো স্লোগানগুলোর উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল যদি এই ধরনের স্লোগান ব্যবহার করে, তবে তা ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে ওঠে, যা তারা কোনভাবেই মেনে নিতে পারছে না।
এমন ভয়ংকর স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম, ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনভাবেই ভাবতে পারিনা, বলেন শিবির সভাপতি। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন হলেও, নেতিবাচক রাজনীতি চর্চার অবসান এখনো ঘটেনি বলে তিনি মন্তব্য করেন।

আপনার মতামত লিখুনঃ