তিনি এই মৌসুমেই ফিরছেন, সেটা অনুমিত ছিল। তবে কবে ফিরছেন, সে ব্যাপারে দিন নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি এতদিন। সেদিক থেকে জাসপ্রীত বুমরাকে নিয়ে আজ মুম্বাই ইন্ডিয়ানসের আনুষ্ঠানিক ঘোষণাটাকে চমকই বলতে হবে। সংবাদ সম্মেলনে আজ মুম্বাই কোচ মাহেলা জয়াভর্ধনে জানিয়ে দিলেন, বুমরা ফিরছেন তো ফিরছেন, আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের জন্যও তিনি ‘অ্যাভেইলেবল।’
‘ও দলে ঢোকার মতো অবস্থায় আছে, আজ অনুশীলন করছে, (আরসিবি ম্যাচের জন্য) অ্যাভেইলেবল থাকার কথা’ – জয়াভর্ধনে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কথাগুলো বলছিলেন মুম্বাইয়ের অনুশীলনের আগে। বুমরা কী অবস্থায় আছেন, সেটার বিশদও জানিয়েছেন মুম্বাই কোচ, ‘গতরাতে এখানে এসে পৌঁছেছে ও, এনসিএ-তে (ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি, যা এখন সেন্টার অব এক্সিলেন্স নামে পরিচিত) কিছু সেশন বোলিংয়ের পর ওকে আমাদের ফিজিওদের হাতে দেওয়ার সিদ্ধান্ত আসে। আজ বোলিং করছে, তাই সবমিলিয়ে বলা যায় ভালোই।’
দলে ফেরার পর মুম্বাইয়ের স্কোয়াডের উষ্ণ অভিবাদনে ভাসা বুমরার ফেরার দিকে মুম্বাই যেন চাতক পাখির মতো তাকিয়ে ছিল। এবার মৌসুমের প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরেছে মুম্বাই। হারের পেছনে তাদের বোলিং আক্রমণের অনভিজ্ঞতাকেই একটা বড় কারণ হিসেবে দেখা হয়। ভিগনেশ পুথুর, আশওয়ানি কুমার, সাত্যানারায়ন রাজুর মতো বোলার খেলেছেন মুম্বাইয়ে। সেখানে গত আইপিএলে ২০ উইকেট নিয়ে মুম্বাইয়ের সর্বোচ্চ ও সব মিলিয়ে টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বুমরার ফেরা তো মুম্বাইয়ের জন্য টনিকই।
ক্রিকইনফোর প্রতিবেদন জানাচ্ছে, আজ রোববার মুম্বাইয়ের নেট সেশনে বোলারদের প্রথম ব্যাচে ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, কার্ন শারমাদের সঙ্গে বোলিং করেছেন বুমরা। পুরোদমে দৌড়ে জোরের ওপর বোলিং করেছেন কোনো ঝামেলা ছাড়াই। সে দফায় ৩০ মিনিট বোলিং করা বুমরা আবার এক ঘণ্টা পর ফিরে এসে কিছুক্ষণ শর্ট রানআপে বোলিং করেছেন, তারপর আবার পুরোদমে বোলিং করেছেন, কিছু ইয়র্কারও করেছেন।
তবে বুমরাকে নিয়ে প্রত্যাশায় বাঁধ দেওয়ার চেষ্টায় কমতি রাখেননি জয়াভর্ধনে, ‘বুম (বুমরা) লম্বা একটা বিরতির পর ফিরছে, আমাদের ওকে একটু ছাড় দেওয়া উচিত। খুব বেশি কিছু ভেবে না বসি। অবশ্য জাসপ্রীতকে যতটা চিনি, ও শুরু থেকেই ঝাঁপাবে’ – বলার পর বুমরার মধ্যে দল যে একজন নেতাকেও পাচ্ছে, মাঠে তাঁর আওয়াজ যে কতটা গুরুত্বপূর্ণ সেটাও মনে করিয়ে দিয়েছেন জয়াভর্ধনে।
ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়ে গত জানুয়ারিতে সিডনি টেস্টে পিঠে চোট নিয়ে মাঠে ছেড়ে যাওয়া বুমরা আইপিএল দিয়েই ফিরছেন মাঠে। এর মধ্যে ভারতের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলতে পারেননি। গত কয়েক সপ্তাহে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে (সাবেক এনসিএ) বোলিংয়ে ধীরে ধীরে নিজের ওপর চাপ বাড়িয়েছেন। তবে মাঠে ফেরার আগে বুমরা নিজেও চাইবেন তাঁর ফিটনেস নিয়ে কোনো শঙ্কা না থাকুক, আইপিএলের পর জুনে ভারতের ইংল্যান্ড সফর আছে কিনা!
আইপিএল ক্যারিয়ারের পুরোটাই মুম্বাইয়ে কাটানো বুমরা এ নিয়ে ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন। ২০১৩ সাল থেকে শুরু ক্যারিয়ারে ২০২৩ মৌসুমটাতেই শুধু পিঠের চোটের কারণে খেলতে পারেননি।