Saturday, March 15, 2025

সড়কে পানি দেয়া নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১২

আরও পড়ুন

নাটোরের গুরুদাসপুরে সড়কে পানি দেয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মশিন্দা চরপাড়া এলাকায় একটি পুকুর খনন কাজ চলছিল। সেই পুকুর কাটা মাটি গাড়িতে বহন করার ফলে পাশের বামনকোলা গ্রামের সড়কে মাটি পড়ে ব্যাপক ধুলার সৃষ্টি হয়। এতে সড়কের আশপাশের মানুষ ক্ষতিগ্রস্ত ও বিরক্ত হন। ধুলা থেকে রেহাই পেতে বামনকোলা গ্রামের নজরুল ইসলাম তার বাড়ির পাশের সড়কে পানি দিয়ে ভিজিয়ে দেন।

আরও পড়ুনঃ  মৃত্যুর ১৫ বছর পর কবরে মিললো অক্ষত মরদেহ!

এতে রাস্তা পিচ্ছিল হওয়ায় স্থানীয় হাফিজুল ইসলাম নামে এক ব্যক্তি সড়কে পানি দিতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তারা উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি উজ্জ্বল হোসেন আরও জানান, এ ঘটনায় মামলার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ