গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের এক নারী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষক নজরুল ইসলামকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে কোর্টে চালান করা হয়েছে।
এর আগে, শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। তিনি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম।

এ বিষয়ে রাশেদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভুক্তভোগী ওই শিক্ষার্থী গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শনিবার ভোরে ভাড়া বাসা থেকে রওনা হন। এসময় ওই এলাকার নাইট গার্ড নজরুল ইসলাম নানা প্রশ্ন করে তার গতি রোধ করে। একপর্যায়ে তাকে জোর করে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদি হয়ে মামলা করেন।’
তিনি আরো বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার তাকে কোর্টে চালান করা হয়েছে।’