Friday, March 14, 2025

নতুন দলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শিবির সভাপতি

আরও পড়ুন

জুলাই আন্দোলনের সর্বজনীন প্ল্যাটফরমকে বিতর্কিত করা সুন্দর হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

শিবির সভাপতি তার পোস্টে বলেন, ‘কিছু ব্যক্তির অদূরদর্শী আচরণ ও সিদ্ধান্তের কারণে জুলাই আন্দোলনের সর্বজনীন প্ল্যাটফরমকে বিতর্কিত করা সুন্দর হয়নি। সবাইকে কনভিন্স করার ক্ষেত্রে আরো দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দিতে পারলে ভালো হতো।

তিনি বলেন, “নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর জন্য শুভ কামনা। আশা করি, ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।”

আরও পড়ুনঃ  অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩

জাহিদুল ইসলাম বলেন, ‘৩৬ জুলাই সবার। পাবলিক, প্রাইভেট, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মাদরাসা (আলিয়া, কওমি), ইংলিশ মিডিয়াম, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ঢাকা, সমগ্র বাংলাদেশ—সবার মানে সবার।

তিনি আরো বলেন, “আগামী দিনের রাজনীতি হোক স্বার্থের ঊর্ধ্বে উদারতার পরিচয়ে। দেশটা হোক ‘সবার বাংলাদেশ’।”

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ