Friday, March 14, 2025

১৯ বছর পর আজ প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন

আরও পড়ুন

ছাত্র-জনতার গণবিপ্লবের ফলে অনুকূল পরিবেশ পরিস্থিতিতে দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে বড় পরিসরে রুকন সম্মেলন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখা।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এই সম্মেলনে মহানগর উত্তরের রুকনরা তাদের গোপন ভোটে মহানগর উত্তরের নতুন আমির নির্বাচন করবেন। তবে এখানে নিজে থেকে কোনো প্রার্থী থাকবেন না।

রুকনরা পছন্দের নেতার নাম লিখে একটি নির্দিষ্ট বাক্সে ফেলবেন। মহানগর উত্তরের আমির নির্বাচনে ১০ হাজারের বেশি রুকন এতে অংশ নেবেন। সর্বোচ্চ যিনি ভোট পাবেন তিনি আমির হিসেবে নির্বাচিত হবেন।

আরও পড়ুনঃ  বিদেশিদের দাসত্ব করে বিএনপি: কাদের

সর্বশেষ ২০০৫ সালে পল্টন ময়দানে বড় পরিসরে অভিন্ন ঢাকা মহানগরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এরপর পরিবেশ পরিস্থিতির কারণে প্রকাশ্যে বড় পরিসরে রুকন সম্মেলন করা সম্ভব হয়নি।

রোববার সকাল ১০টায় অনুষ্ঠেয় এই রুকন সম্মেলনে দেশ, রাজনৈতিক, আন্তর্জাতিক, সামাজিক সংক্রান্ত বিভিন্ন সেশন এবং ২০২৫-২৬ সেশনের জন্য মহানগর আমির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ