Saturday, March 15, 2025

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’, গতি ছাড়াতে পারে ঘণ্টায় ১৫০ কিমি!

আরও পড়ুন

প্রাথমিক পূর্বাভাস থেকে অনেক বেশি শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ঘূর্ণিঝড় ডানার কেন্দ্রে বাতাসের গতি ছাড়াতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

ভারতীয় আবহাওয়া দফতরের মঙ্গলবার (২২ অক্টোবর) সকালের পূর্বাভাস অনুসারে, পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমানার কাছে কোনো জায়গায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডানার কেন্দ্রটি। ২৪ বা ২৫ অক্টোবর সকালে ঝড়টি ভূভাগে প্রবেশ করতে পারে।

সমুদ্রে দীর্ঘ সময় থাকায় ঝড়টি প্রাথমিক পূর্বাভাসের থেকে বেশি শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতি ছুঁতে পারে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। সেটি হলে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শুরু হবে বাতাসের দাপট। আর রাত যত বাড়বে, তত বাড়বে ঝড়ের তাণ্ডব।

আরও পড়ুনঃ  হামাসের সেই হামলা নিয়ে ‘পদত্যাগপত্রে’ যা লিখলেন ইসরাইলের গোয়েন্দাপ্রধান

শুধু তাই নয়, ঝড়ের শক্তিশালী দিকটি পশ্চিমবঙ্গের দিকে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উপকূলবর্তী সব জেলা ও তার লাগোয়া জেলাগুলোতে ঘণ্টায় ১২০ কিমি বা তার বেশি বেগে হাওয়া বইতে পারে।

এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিও চলতে পারে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দফতর।

ওই দিন ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তর বঙ্গের তিন জেলা- মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ