Saturday, March 15, 2025

মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

আরও পড়ুন

বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের তিন দিন পর ভারতের মণিপুরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। উত্তরসূরি নিয়ে ঐকমত্য না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

২০২৩ সালের মে মাসে মণিপুরে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ার প্রায় দুই বছর পর এবং বিরোধীদের ক্রমবর্ধমান চাপের মধ্যে বীরেন সিং পদত্যাগ করেন। বিরোধীরা তাকে অপসারণের দাবি জানিয়ে আসছিল।

মণিপুরে ২০২৪ সালের ১২ আগস্ট শেষ বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হয়। ফলে বুধবার (১২ ফেব্রুয়ারি) পরবর্তী অধিবেশনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু গত রোববার মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের জেরে বাজেট অধিবেশন বাতিল করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ২ শ্রমিককে পিটিয়ে হত্যা, আহত ৫

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, রাজ্য সরকার অনাস্থা প্রস্তাব এবং একটি গুরুত্বপূর্ণ ফ্লোর টেস্টের মুখোমুখি হওয়ার ঠিক একদিন আগে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন।

বিরোধী দল কংগ্রেস বলেছে, প্রায় দুই মাস ধরে চলা জাতিগত হিংসা অব্যাহত থাকায় মণিপুরের জনগণকে নয়, বরং বিজেপিকে বাঁচানোর জন্যই বিধানসভায় কংগ্রেসের পরিকল্পিত অনাস্থা প্রস্তাবের আগে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই সিদ্ধান্তকে ‘দীর্ঘদিনের প্রয়োজন’ বলে অভিহিত করলেও লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ অভিযোগ করেছেন, ওই রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে বিজেপির কোনো রোডম্যাপ নেই।

আরও পড়ুনঃ  কোথাও ছাত্র রাজনীতি বন্ধ হলে ছাত্রদল দায়ী থাকবে : শিবির সভাপতি জাহিদুল ইসলাম

সম্প্রতি ফাঁস হওয়া অডিও ক্লিপে শোনা যায়, কুকিদের সঙ্গে সহিংসতার সময় মেইতেই গোষ্ঠীগুলোকে রাজ্য সরকারের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করার অনুমতি দেওয়া হয়েছিল বীরেন সিংয়ের ইশারায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ