Saturday, March 15, 2025

বইমেলা একুশের চেতনাকে ধারণ করতে শেখায়: জামায়াত আমির

আরও পড়ুন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাঙালির অতীত ইতিহাসকে ভুলে গেলে চলবে না। যারা অতীতকে মনে রাখে তারাই এগিয়ে যায়। এই বইমেলা আমাদের একুশের চেতনাকে ধারণ করতে শেখায়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বইমেলা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায়ই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। এর মাধ্যমে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। এ সময় বইমেলার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  পলককে মারতে আসেন কাদের, বের করে দেওয়া হয় গণভবন থেকেও

তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে বইমেলা হচ্ছে। শিশুরাও খুব আনন্দের সাথে বইমেলা উপভোগ করছে।

এর আগে, জামায়াতে ইসলামীর ‘আইসিএস পাবলিকেশনে যান তিনি। এছাড়া মেলার কয়েকটি স্টলও ঘুরে দেখেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ