Saturday, March 15, 2025

ইজতেমা ময়দানে দেশের বৃহত্তর জুমার জামাত

আরও পড়ুন

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুতবা দিয়ে শুরু হয় এ নামাজ। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম বলেন, নামাজের আগে দুপুর দেড়টার দিকে খুতবা শুরু হয় এবং পরে মুসল্লিরা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করেন।

আরও পড়ুনঃ  ‘খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী দুই আইনজীবী’

এদিকে, শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ব ইজতেমা ময়দানে উপস্থিত হন মাওলানা ইউসুফ বিন সাদ এবং তার ছোট ভাই মাওলানা ইলিয়াস বিন সাদ। তারা ময়দানে গিয়ে দীর্ঘ দোয়ায় অংশ নেন, যার ফলে উপস্থিত মুসল্লিরা আবেগপ্রবণ হয়ে পড়েন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ