Saturday, March 15, 2025

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক সংগঠন গঠনের ঘোষণা ছাত্রদের

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন গঠন করতে যাচ্ছেন ছাত্ররা। তারা সংগঠন পরিচালনা করবে নিজেদের কর্মসূচি অনুযায়ী ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার।

আরও পড়ুনঃ  এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে

তবে সংবাদ সম্মেলনে নতুন গঠন হতে যাওয়া ছাত্রসংগঠনের নেতৃত্বে কারা আসবে এবং কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ করবে তা জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদার পার্টির কোনো প্রকার এজেন্ডা বাস্তবায়ন কিংবা লেজুড়বৃত্তিক রাজনীতি করবে না নতুন ছাত্র সংগঠন। দলের নেতৃত্ব গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচন করা হবে।

লিখিত বক্তব্যে জানানো হয়, নতুন ছাত্রসংগঠন গঠনের লক্ষ্যে আজ ও আগামীকাল মঙ্গলবার সারাদেশে শিক্ষার্থীদের মতামতের পরিপ্রেক্ষিতে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করা হবে। অনলাইন ও অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, জাবি, জবি, রাবি, চবিসহ দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সম্ভাব্য সব কলেজ, স্কুল ও মাদরাসায় এই প্রচারণা চালানো হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ