Saturday, March 15, 2025

ভোলায় ভাসানী মঞ্চে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

আরও পড়ুন

ভোলায় ভাসানী মঞ্চে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
ভোলা জেলা শহরের বাংলাস্কুল মাঠে অবস্থিত ভাসানী মঞ্চ থেকে থেকে ফাহিম আহমেদ মুন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ফাহিম আহমেদ বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তারা ভোলা জেলা শহরের কাঁচাবাজার এলাকায় স্ব-পরিবারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

আরও পড়ুনঃ  বেনজীর আহমেদের দুর্নীতির অুনসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন ফাহিম। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে স্থানীয় লোকজন ওই যুবকের মরদেহটি ভাসানী মঞ্চে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বজন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মুন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ