জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি তামি। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটকে ঘিরে সমালোচনা শুরু হয়।
স্ক্রিনশট দেখা যায়, ছাত্রদল নেতা সাহাল ইবনে ইসলাম জয়ের এক পোস্টের কমেন্টে একজন জানতে চান, ‘আবু সাঈদ কি ছিল? আল বটর?’ এর জবাবে ওয়াসি তামি লেখেন, গুপ্ত শিবির?

এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ফেসবুকে লেখেন, তামি ভাই আমারে ব্লক দিছে। নইলে আজকে আমিই তারে ব্লক দিতাম। কী অসভ্য!
সাদিকুর রহমান খান নামের একজন লেখেন, লিটারালি অসুস্থ লাগতেছে এইটা দেখার পর। কমেন্টকারী ঢাবি ছাত্রদলের পোস্টেড নেতা। আবু সাঈদের রক্তের উপর দিয়ে যেই স্বাধীনতা, সেই আবু সাঈদকে নিয়েও আজ কটুক্তি করা হলো। ছাত্রলীগও আবু সাঈদকে নিয়ে এসবই বলতো। ৬ মাস পার হয়েছে। হয়তো আর ৬ মাস পর এরা বলবে আবু সাঈদ বলে কেউ ছিলোই না হয়তো! আমাদের ক্ষমা করবেন, আবু সাঈদ।
তবে, ওয়াসি তামি দাবি করেছেন, তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, আমি কমেন্টকারীকে উদ্দেশ্য করে বলেছি, সে গুপ্ত শিবির কি না? এখানে আবু সাঈদের প্রসঙ্গ আসার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, আমি যতদূর জানি, শিবির আবু সাঈদকে তাদের তালিকায় তুললেও তার পরিবার তা অস্বীকার করেছে। তারা বলেছে, তিনি শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।
এ প্রসঙ্গে তিনি আরও যুক্ত করেন, সাঈদ যদি শিবিরের সঙ্গে যুক্ত থাকতেন, তাও আমি এমন কথা বলতাম না। আন্দোলনে শিবিরের কেউ শহীদ হয়নি? হয়েছে তো। তাদের কি আমরা কম সম্মান করি? তাও তো করি না।