Saturday, March 15, 2025

পদ্মায় গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

রাজশাহীর পবা উপজেলাসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোরের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন স্কুলের ও একজন মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। এরপর পৌনে তিনটার দিকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো রেন্টুর ছেলে মানুষ যুবরাজ (১৪), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৫) এবং লিটনের ছেলে আরিফ (১৪)। তারা কাটাখালি পৌরসভার বাখরাজাপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  সময় টিভির সম্প্রচার বন্ধ

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত কিশোর একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। এক পর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যায়। বাকি চারজন চেষ্টা করলেও কাউকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে নামে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  বইমেলা একুশের চেতনাকে ধারণ করতে শেখায়: জামায়াত আমির

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, উদ্ধারের পর মরদেহ তিনটি স্বজনেরা বাড়ি নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ